উত্তরায় বাসের ধাক্কায় মা ও ছেলে নিহত

Slider জাতীয়

image_151263.accident

মো. পলাশ প্রধান

স্টাফ করেসপন্ডেন্ট
উত্তরা থেকে: রাজধানীর উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজউক মাকের্টের সামনে বাসের ধাক্কায় মা ও শিশু নিহত হয়েছেন।

নিহতরা হল মা রুমা আক্তার (৪০) ও ছেলে আলিফ (৮)।
খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়ের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও বাসের চালক বিল্লাল হোসেন (৩০) কে আটক করেছে।

রোববার সকাল সাড়ে ১১ টার দিকে রাজধানীর উত্তরা আজমপুরের রাজউক র্মাকেটের সামনে ফুটপাতে এই দূর্ঘটনাটি ঘটে। উত্তরা পশ্চিম থানার উপ-পরির্দশক (এসআই) মো: ফিরোজ দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সু-প্রভাত নামে একটি যাত্রীবাহী বাস উত্তরা হয়ে টঙ্গী আসছিল। এসময় অপর একটি বলাকা পরিবহনের বাস সু-প্রভাত গাড়ির সাথে পাল্লা দিয়ে ফুটপাতের উপর গাড়ি উঠিয়ে দিলে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এসময় ফুটপাতের উপর দাঁড়িয়ে থাকা মা রুমানা আক্তার ঘটনাস্থলে নিহত ও ছেলে আলিফ (৮) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও পথচারীরা আলিফকে উত্তরাস্থ ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে সে (শিশু) মারা যায়।

হাসেম নামে বাসের এক যাত্রী জানান, উত্তরার আব্দুল্লাহপুর যাওয়ার জন্য সে জসিম উদ্দিন রোড থেকে গাড়িতে উঠেন। বাসের ড্রাইভার খুব বেপোরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। আমরা বার বার নিষেধ করি গাড়িটি আসতে চালাতে কিন্তু সে এলো পাথারি গাড়ি চালানোর কারণে এই ঘটনাটি ঘটে।

উত্তরা পশ্চিম থানার এস.আই ফিরোজ আরো জানান, সড়ক দূর্ঘটনায় নিহত ২জনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (মর্গে) পাঠানো হয়েছে। উত্তরা পশ্চিম থানা পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়িটি চালক সহ আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *