মোহাম্মদ রাহাদ রাজা (ভ্রাম্যমাণ প্রতিনিধি) # বাংলাদেশ-ভারতের সম্পর্ককে আরো সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে কলকাতা থেকে আসা ২০ সদস্যের সাইকেল র্যালিটি মাগুরায় পৌঁছেছে। র্যালির সদস্যদের উষ্ণ সংবর্ধনা জানায় মাগুরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা।
পশ্চিমবঙ্গের বিশিষ্ট ধারাভাষ্যকার ফুটবলার মিহির দাসের নেতৃত্বে র্যালিটি শনিবার (৮ এপ্রিল/১৭) বিকেল ৪ টায় মাগুরায় পৌঁছলে মাগুরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রিয়াজুল ইসলাম দলের সদস্যদের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে সংবর্ধনা জানান।
ভারতের পশ্চিমবঙ্গ ফুটবল লাভার্স এ্যাসোসিয়েশনের সহযোগিতায় দলটি গত ৬ এপ্রিল/১৭ কলকাতা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এরপর ভারতের বনগাঁ-যশোর-নড়াইল হয়ে তারা শনিবার (৮ এপ্রিল/১৭) বিকেলে মাগুরাতে পৌঁছায়। এখানে তারা স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের সাথেও সৌজন্য সাক্ষাত করেন তারা।আজ রোববার তারা সাইকেল চালিয়েই পৌঁছবেন মানিকগঞ্জ।
উক্ত র্যালির অধিনায়ক ধারাভাষ্যকার মিহির দাস আমাদের ভ্রাম্যমাণ প্রতিনিধি কে জানান, বাংলাদেশ-ভারতের সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় করতে বাংলা নববর্ষকে সামনে রেখে এই র্যালির উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১২ এপ্রিল ঢাকা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পৌঁছানো আমাদের লক্ষ্য। ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এমপি বীরেন শিকদার’র হাতে দলটি প্রতিবেশি (ভারত) রাষ্ট্রের সৌহার্দ্যের শুভেচ্ছাবার্তা তুলে দেয়া হবে।”