স্টকহোমে সন্ত্রাসী হামলা, নিহত ৩

Slider টপ নিউজ সারাবিশ্ব

60585_lead

 

ঢাকা; সুইডেনের রাজধানী স্টকহোমের এক ডিপার্টমেন্টাল স্টোরে ট্রাক চালিয়ে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় অন্তত তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন।
শুক্রবার স্থানীয় সময় ৩ টার দিকে এ ঘটনা ঘটে। আল জাজিরার খবরে বলা হয়, স্টকহোমের সবচেয়ে বড় রাস্তা পেডেস্ট্রিয়ান স্ট্রিটের আহলেনস ডিপার্টমেন্ট স্টোরে এ হামলা ঘটে। দোকানে হামলা চালানোর পরপরই ট্রাকটিতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শী জেন গ্র্যানরথ বলেন, ‘আমরা একটি জুতার দোকানের ভেতরে ছিলাম। তখনই কিছু একটা শুনলাম। আর তারপর সবাই চিৎকার করতে শুরু করলো। আমি দোকান থেকে বেরিয়ে তাকালে একটি বড় ট্রাক দেখতে পাই।’ সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফভেন বলেন, ‘সবকিছু বিবেচনা করে বলা যায় ডিপার্টমেন্ট স্টোরের এই হামলাটি একটি সন্ত্রাসী হামলা। আমরা নিহত, আহত এবং তাদের পরিবারের কথা চিন্তা করছি। আমি জনগণকে সতর্ক থাকার ও পুলিশকে তথ্য সরবরাহ করা অব্যাহত রাখার আহবান জানাচ্ছি।’ পেডেস্ট্রিয়ান স্ট্রিটের আশপাশ ঘেরাও করে ফেলা হয়েছে। পুলিশ ও জরুরী কর্মীরা ঘটনাস্থলে কাজ করে যাচ্ছে। সুইডিশ রেডিও প্রতিবেদক মার্টিন সভেন্নিংসেন জানান, ‘আমি অন্তত তিন জন নিহতকে দেখেছি। আরও বেশি হওয়ার আশংকা রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *