কলকাতা প্রতিনিধি; বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন ভারতে থাকাকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। সেইমত বিভিন্ন মহলে বার্তা পাঠিয়েছেন তিনি। টুইটারেও তসলিমা লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে আসছেন। আমাকে কি তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হবে ? অবশ্যই না।
২৪ বছর ধরে বাংলাদেশে প্রবেশ করতে পারছেন না তসলিমা। তার পাসপোর্টও নবীকরণ করা হয়নি। তসলিমা বর্তমানে দিল্লিতে বসবাস করছেন। তবে তসলিমা বাংলাদেশে প্রবেশের অনুমতির পাশাপাশি তার কিছু ব্যক্তিগত সমস্যার সুরাহার জন্যই শেখ হাসিনার সঙ্গে কথা বলতে আগ্রহী। সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে, ঢাকার শান্তিনগরে তসলিমার একটি ২ হাজার বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। সেটি তিনি বিক্রি করতে বা ভাড়া দিতে পারছেন না। তিনি দেশে না থাকায় কোনও পাওয়ার অব এটর্নী দিতে পারছেন না বোনকে। এটি দেবার জন্য পাওয়ার অব এটর্নীতে বাংলাদেশের কোনও কূটনীতিকের সই প্রয়োজন। কিন্তু বহু দেশে বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করেও তিনি সফল হন নি। আর তাই খোদ হাসিনার কাছ থেকেই বিষয়টির সুরাহা চান। তার আশঙ্কা বহুমূল্যের এই ফ্ল্যাটটি বেদখল হযে যেতে পারে। এছাড়া পিতা-মাতা মারা যাবার পর পৈত্রিক সম্পত্তি নিয়েও তিনি কোনও আইনি সিদ্ধান্ত নিতে পারছেন না। অব্য তসলিমা টুইটারে লিখেছেন, প্রত্যেকেই হাসিনাকে সমর্থনের কথা বলছেন। কিন্তু কেউই তার সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া কিম্বা আমার দেশে ফেরার ব্যাপারে কোনও কথা বলছেন না। তসলিমা আরও লিখেছেন, অশ্লীলতার অভিযোগে ১৯৯৭ সালে শেখ হাসিনা ’আমার মেয়েবেলা’ বইটি নিষিদ্ধ করেছিলেন। কিন্তু আমি বাইটি নিয়ে বহু পুরস্কার পেয়েছি। এবার কি তিনি নিষেধাজ্ঞা তুলে নেবেন ?