কে হচ্ছেন টি-টোয়েন্টির অধিনায়ক

Slider খেলা

60312_bcb

 

স্পোর্টস রিপোর্টার; হঠাৎ করেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে অসরের ঘোষণা দিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেট থেকে তার অবসরের  ঘোষণার পর জল্পনা-কল্পনার শেষ নেই। কেন হঠাৎ  অবসর ? এ নিয়ে এখনো  রহস্য কাটেনি। তার সঙ্গে যোগ হয়েছে, কে হচ্ছেন পরবর্তি অধিনায়ক  সেই প্রশ্নও। আগেই থেকেই ধারণা ছিল এই ফরমেটের নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এরই মধ্যে বলেই ফেলেছেন অধিনায়ক হিসেবে সাকিবের নাম। তবে শেষ পর্যন্ত নেতৃত্ব উঠতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের হাতেও। এমন সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। বিশ্বসেরা এই অলরাউন্ডার সাকিব বর্তমানে মাশরাফির ডেপুটি হিসেবে ওয়ানডে ও টি- টোয়েন্টি দলের দায়িত্ব পালন করছেন। অবশ্য তিনি এক সময় জাতীয় দলের অধিনায়কও ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি সেই দায়িত্বও পালন করেন। কিন্তু শেষ মহুর্তে দলের ব্যর্থতায় তাকে সারিয়ে দেয়া হয়েছিল। নয়া অধিনায়ক হয়ে আসেন মুশফিকুর রহীম। এরপর ১০১৪ সালের শেষের দিকে মুশফিককে শুধু টেস্টের অধিনায়ক রেখে সীমিত ওভারের ফরমেটের দায়িত্ব দেয়া হয় মাশরাফির হাতে। এবার আরও একবার হাত ঘুরে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন সাকিব। পরিবর্তি অধিনায়ক কে হচ্ছেন এই নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘পরবর্তি অধিনায়ক হিসেবে অবশ্যই সাকিবের নাম বিবেচনায়। সহ অধিনায়ক হিসেবে তার অধিনায়ক হওয়ার সম্ভাবনাই বেশি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *