গ্রাম বাংলা ডেস্ক: দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধ এবং যে অধিকার তা সংরক্ষণ করার আহ্বান জানানোর মধ্যে দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্মেলন। আজ দুপুরে দুই দিনের এ সম্মেলনের প্রাপ্তি সর্ম্পকে জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত নয় দফা ঢাকা ঘোষণা পাঠ করেন সম্মেলনের সমন্বয়কারী এবং সঞ্চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহম্মেদ। ঘোষণায় বলা হয়, দুই দেশের সম্পর্ক জোরদারে পারস্পরিক আস্থা বৃদ্ধি ও জাতীয় ঐকমত্যের ওপর গুরুত্ব দিতে হবে। দক্ষিণ এশিয়ার যে অভিন্ন ঐতিহ্য রয়েছে এটাকে অনুমোদন করেছে এ সম্মেলন। এছাড়া দক্ষিণ এশিয়ার স্বার্থ ও লক্ষ্য বিনিময় করা হয়েছে। দুই দেশের বিদ্যামান সর্ম্পকে উন্নয়নে গুরুত্ব দেয়া হয়েছে। যা পরস্পরের বিশ্বাসের উপর ভিত্তি করে হবে। উভয় দেশ উভয় দেশে গণতান্ত্রিক মূল্যবোধ এবং যে অধিকার তা সংরক্ষণ করবে। এবং এটা হবে দুই দেশের জনগণের জন্য। সংবাদ সম্মেলনে দুই দেশের হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।