গ্রাম বাংলা ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম লিলনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। তার এক সহকর্মী জানান, দুপুর আড়াইটার দিকে শফিউল ইসলাম বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির (বিহাস) দিকে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে বেলা সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।