শারমিন সরকার
ব্যারো চীফ
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর অফিস: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শহরের কেওয়া এলাকার শহীদ মুক্তিযোদ্বা আ: হালিমের নামে সড়ক ও কবরস্থান থাকা সত্বেও শহীদ মুক্তিযোদ্বাদের তালিকায় নাম নেই।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯৭১ সালে শত্রু পক্ষের বিমানের গুলিতে আহত হন এবং ১২ডিসেম্বার তিনি মারা যান। মৃত্যু কালে এক স্ত্রী ও ৩ বছরের একমাত্র পুত্র সন্তান রেখে যান। পরবর্তিতে শহীদ আ: হালিমের নামে একটি সড়ক কবরস্থান নামকরন করা হলেও অদ্যাবধি পর্যন্ত শহীদ মুক্তিযোদ্বার তালিকায় তাঁর নাম অন্তভূক্ত হয় নাই।
আরো জানা যায়, ২০১১ সালের ১২ ফেব্রুয়ারী তারিখে মুক্তিযোদ্বা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর শহীদ বাবার নাম গেজেট ভুক্ত করার জন্য আবেদন করলেও এখন পর্যন্ত নাম অন্তরভ’ক্ত হয়নি।
আ: হালিমের একমাত্র পুত্র আজগর আলী একান্ত আলাপ চারিতায় এই প্রতিবেদকের কাছে আফসোস করে বলেন,প্রতিবছর স্বাধীনতার মাসে গাজীপুর জেলা প্রশাসকের কার্য্যালয় থেকে শহীদ মুক্তিযোদ্বা আ: হালিম নামে একটি চিঠি আসে। বর্তমানে মুক্তিযুদ্বের পক্ষের সরকার দাবীদার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকা সত্বেও শহীদ মুক্তিযোদ্বার সন্তান হিসাবে সরকারী কোন সাহায্য-সহযোগিতা পাচ্ছি না। তাই সরকারের কাছে আকুল আবেদন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি যেন সমাজের অন্য দশজনের মতো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি।
এক প্রশ্নেরে জবাবে আজগর আলী উত্তর দেন, বর্তমানে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় লেগুনা পরিবহনে হেলপারের কাজ করি।
বর্তমান শ্রীপুর পৌর সভার মেয়র আনিছুর রহমান বলেন, শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ড নিবাসি -মৃত ফজর আলী মুন্সির সন্তান শহীদ মুক্তিযোদ্বা আ: হালিমের নাম গেজেট ভ’ক্ত করা হউক। সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযুদ্বকালিন সেক্টর কমান্ডারসহ প্রায় ১০ মুক্তিযোদ্বার নিকট জানতে চাইলে সকলেই শহীদ আ: হালিমের নাম গেজেট ভুক্ত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট জোর সুপারিশ জানান।