জাহিদ হাসান,লামা,(বান্দরবান) প্রতিনিধি:- প্রাকৃতিক সৌন্দর্যের বান্দরবানের লামায় আরেকটি দেখার মতো স্থান হলো সাবেক বিলছড়ি বৌদ্ব বিহার।যেখানে প্রতিদিন থাকে অনেক মানুষের ভিড়।
আমাদের প্রিয় নদী মাতামূহুরির তীরে পাহারের চূড়ায় এই বৌদ্ব বিহারটির অবস্থান।বৌদ্ধবিহার এলাকার প্রথম ভাগে পুকুরের মাঝে বানানো হয়েছে একটি ছোট মন্দির।যার মধ্যে সর্পদেবীর একটি চমৎকার মূর্তি।তার পর একটি খোলা মাঠ।মাঠের এক পাশে এক পাশে একটি বড় বট গাছ।তারপর বিশাল অগণিত সিড়ি বেয়ে পাহাড়ে ওঠা। সেখানে একটি বিশাল ভবন যার মধ্যে ভগবান বৌদ্ব সহ বৌদ্ব ধর্মের অনেক দেব- দেবীর মূর্তি দ্বারা স্বজ্জিত রাখা হয়েছে।তারপর একটি ইটের রাস্তা বেয়ে ৫০ গজ গেলেই জোড়া সিংহ দড়জা সহ একটি বিশাল বেদী। আবারো ইটের রাস্তা বেয়ে আরো অনেক উঠলে দেখা যাবে আরো একটি বড় ভবন।যার মধ্যে রয়েছে দুই তলা সমমান একটি ভগবান বৌদ্বের মূর্তি।যা দেখতে প্রতিদিন অনেক দর্শনার্ধী সেখানে ভিড় করে।যারা বৌদ্ব ধর্মাঅবলম্ভী তারা সেখানে তাদের ধর্ম মতে উপাসনা করে। আর অন্য ধর্মঅবলম্ভীরা বিশাল এলাকা জুড়ে উপস্থিত বৌদ্ধবিহারের সৌন্দর্য উপভোগ করত। আর তাদের পূজা অনুষ্টান গুলোতে প্রতিটি দর্শনীয় স্থান সুন্দর ভাবে সাজানো হয়।বিশেষ করে বৈশাখ মাসে ৩ ( তিন)দিন ধরে বিশাল এক মেলার আয়োজন করা হয়।সেখানে ধর্ম বর্ন নির্বিশেষে হাজার হাজার মানুষের সমাগম হয়।মেলায় হরেক রকম জিনিস পাওয়া যায়।বায়োস্কোপ দেখায়,নাগর দোলা ছড়ে।ছেলে, মেয়ে, ছোট,বড় সবাই মিলে অনেক মজা করে।বর্তমান সরকারের আমলে বৌদ্ব বিহারের অনেক সংস্কার করা হয়। সবাইকে আমন্ত্রন জানাচ্ছি সুন্দর পরিবেশে গড়ে ওঠা এই দর্শণীয় স্থান থেকে স্ব- বান্দবে ঘুড়ে যাওয়ার জন্য।আমরা চাই দেশের প্রতিটি দর্শণীয় স্থান গুলো দর্শণার্থীতে ভরে ওঠোক।সবার জীবন সুন্দর হোক এই কামনাই করি।