হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার মোজার ভেতর থেকে সোনা উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে শ্যামল পাল নামের এক যাত্রীর মোজার ভেতর থেকে ৫৮২ গ্রাম স্বর্ণ উদ্ধার করে কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। তার গ্রামের বাড়ি কক্সবাজার।সকাল ১০টার দিকে ওই যাত্রী দুবাই থেকে এয়ার অ্যারাবিয়ানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে তল্লাশি করে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
কাস্টমসের সহকারী কমিশনার জুয়েলা খানম বিষয়টি নিশ্চত করেছেন।
