কুমিল্লায় ১০ হাজার ভোটে এগিয়ে মনিরুল

Slider টপ নিউজ

59515_sakku

ঢাকা;  বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। এখন চলছে ভোট গণনা। ১০৩টি ভোটকেন্দ্রের মধ্য ৬১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, শুরুতেই বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার চেয়ে ১০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছে।
ধানের শীষ প্রতীকে মনিরুল হক ৪১ হাজার ২৩০ ভোট পেয়েছেন। নৌকা প্রতীকে আঞ্জুম সুলতানা পেয়েছেন ৩১ হাজার ১৫১ ভোট।

কুমিল্লা সিটি করপোরেশনের মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৫৬৬। এর মধ্যে পুরুষ ১ লাখ ২ হাজার ৪৪৭ জন আর নারী ১ লাখ ৫ হাজার ১১৯ জন। এই ভোটারদের মধ্যে অন্তত ৩৮ হাজার সংখ্যালঘু ও ৩০ হাজার নতুন ভোটার।

কুমিল্লা সিটি করপোরেশনে ওয়ার্ড ২৭টি। ১০৩টি ভোটকেন্দ্রের ৬২৮টি বুথে বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়।

নির্বাচনে ৭৬০ জন প্রিসাইডিং ও স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *