বাবরি মসজিদ নিয়ে সমঝোতায় প্রস্তুত এআইএমপিএলবি

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাবিশ্ব

59358_babri_masjid

 

 

 

 

 

ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ নিয়ে বিতর্ক মিটিয়ে ফেলতে হিন্দুত্ববাদী দলগুলোর সঙ্গে আদালতের বাইরে সমঝোতার চেষ্টা চলছে। এ বিষয়টি নজরদারি বা মনিটরিং করছে ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে এ সমঝোতা চেষ্টার পক্ষে অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। বাবরি মসজিদ-রাম জন্মভূমি নিয়ে বিরোধ দীর্ঘ সময় ধরে চলছে ভারতে। এআইএমপিএলবি’র নির্বাহী পরিষদের সদস্য মাওলানা খালিদ রাশেদ ফিরাঙ্গি মাহালি বলেছেন, উভয় পক্ষের মধ্যে যদি শান্তিপূর্ণ সমঝোতার সুযোগ থাকে তাহলে আমরা আলোচনার জন্য প্রস্তুত। আলোচনা খুবই প্রয়োজনীয়। সে জন্য আমরা প্রস্তুত। তবে আলোচনার আগে সুপ্রিম কোর্টকে এজেন্ডা নির্ধারণ করতে হবে। সমঝোতায় হিন্দুত্ববাদী দলগুলোকে মনোনয়ন দিতে হবে। এআইএমপিএলবি-এর বাবরি মসজিদ বিষয়ক সেলের আহ্বায়ক সৈয়দ কাসিম রসুল ইলিয়াস বলেছেন, সুপ্রিম কোর্টের তদারিকতে আলোচনা করবো আমরা। তবে উভয় পক্ষকে সমান সুযোগ দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *