এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭’ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো বাঁচবে দেশ’ স্লোগান নিয়ে মঙ্গলবার (২৮ মার্চ) জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে এবং শহরের চৌরাস্তায় সমবায় মার্কেট চত্বরে এসে শেষ হয়। পরে শহরের চৌরাস্তায় সমবায় মার্কেট চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উক্ত র্যালি ও মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহুরুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. তসলিম উদ্দীন প্রধান, সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মনতোষ কুমার দে, সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, সদস্য এমএস নুর বানুসহ আরও অনেকে। উক্ত র্যালি ও মানববন্ধনে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যগণ অংশগ্রহণ করেন।