রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

কেন তাঁর নাম অক্ষয় কুমার হল, নিজেই জানালেন নায়ক

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

image

 

 

 

 

 

 

ফিল্মি দুনিয়া তাঁকে অক্ষয় কুমার নামেই বেশি চেনেন। তাঁর আসল নামও ফ্যানেরা জানেন। রাজীব ভাটিয়া। কিন্তু এই রাজীব ভাটিয়া থেকে অক্ষয় কুমার কী ভাবে হলেন, সেটা নায়ক নিজেই জানালেন।

তাঁর প্রযোজনায় তৈরি ‘নাম শাবানা’ ছবির পুরো টিমকে নিয়ে সোমবার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অক্ষয়। সেখানেই তাঁর নামের রহস্য উন্মোচন করেন আক্কি।

কেন তিনি রাজীব হরি ওম ভাটিয়া থেকে অক্ষয় কুমার হলেন? এক ভক্ত প্রশ্ন করেছিলেন তাঁকে। অক্ষয় বলেন, ‘‘আমাকে কেউ কখনও এর কারণ জিজ্ঞাসা করেনি। এই প্রথম কেউ জিজ্ঞাসা করলেন।’’

নায়ক বলেন, ‘‘১৯৮৭-তে মহেশ ভট্ট পরিচালিত ‘আজ’ ছবিতে প্রথম অভিনয় করি। কুমার গৌরবও ছিলেন সেই ছবিতে। ছবিতে গৌরবের নাম হয়েছিল অক্ষয়। মাত্র সাড়ে ৪ সেকেন্ডের অভিনয় ছিল আমার। গৌরবকে লক্ষ্য করতাম। তাঁর অভিনয় মন দিয়ে দেখতাম। জানি না, হঠাত্ এক দিন কী হল, সোজা চলে গেলাম আদালতে। সেখানে গিয়ে নামটাই বদলে ফেললাম। নতুন নাম হল অক্ষয় কুমার।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *