সিলেট; সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার আতিয়া মহলে শীর্ষ কোনো জঙ্গি নেতা থাকতে পারে ধারণা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭’ উপলক্ষে রোববার সকালে রাজারবাগের শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর মন্ত্রী এ ধারণার কথা জানান।
আসাদুজ্জামান খাঁন বলেন, আতিয়া মহলে এখনও অভিযান চলছে, অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে মনে হচ্ছে সেখানে বড় কোন জঙ্গি নেতা থাকতে পারে। যে বাড়িটিতে জঙ্গিদের আস্তানা রয়েছে সেখানে অনেক বাসিন্দা ছিলেন। তাদের সকলকে উদ্ধার করা হয়েছে। অভিযানটি নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর ওপর দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের কোন প্রান্তেই আইএসের সন্ধান পাওয়া যায় নি। কোথাও আইএস শনাক্ত করতে পারলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হতো।
আসাদুজ্জামান খাঁন বলেন, আতিয়া মহলে এখনও অভিযান চলছে, অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে মনে হচ্ছে সেখানে বড় কোন জঙ্গি নেতা থাকতে পারে। যে বাড়িটিতে জঙ্গিদের আস্তানা রয়েছে সেখানে অনেক বাসিন্দা ছিলেন। তাদের সকলকে উদ্ধার করা হয়েছে। অভিযানটি নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর ওপর দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের কোন প্রান্তেই আইএসের সন্ধান পাওয়া যায় নি। কোথাও আইএস শনাক্ত করতে পারলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হতো।