রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে যৌতুকের টাকা না দেওয়ায় এক গৃহবধূর মুখ থেঁতলে দিয়েছে পাষ- স্বামী।
গৃহবধূ নাঈমা খানম স্মৃতি (২৮) পৌর এলাকার বেরাইদেরচালা গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে আলামিন শেখের স্ত্রী।
শনিবার (২৫ মার্চ) মধ্যরাতে হাত পা বেঁধে সজোরে ঘরের তালা দিয়ে এলোপাথারি আঘাত করে মুখ থেঁতলে দেয় এই পাষ- স্বামী আলামিন। ঘটনার পরে থেকে স্বামী পলাতক রয়েছেন।
নাঈমা খানম স্মৃতি বলেন, দীর্ঘদিন ধরে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তাঁকে শারীরিক নির্যাতন করে আসছেন। একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা আনতে চাপ দিয়ে আসছিলেন। জমি বিক্রি করে টাকা আনতে অস্বীকার করায় স্বামী তাঁকে শারীরিক নির্যাতন করেন। আজ সকালে তাঁর উপর আবার ক্ষিপ্ত হয়ে তালা দিয়ে এলোপাথারি আঘাত করে মুখ থেঁতলে দেয়।
তিনি আরো বলেন, এসময় তাঁর ছোট ভাই খবর পেয়ে গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নজমুল হুদা জানান, ‘গৃহবধূ নির্যাতনের অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল গিয়ে গৃহবধুর স্বামীকে পাওয়া যায়নি। এ ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।