মোহাম্মদ রাহাদ রাজা (ভ্রাম্যমাণ প্রতিনিধি)# আজ রবিবার (২৬ মার্চ-১৭) তারিখে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ভোর ৫:৫৭ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনার পর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনে কুষ্টিয়া জেলা প্রশাসন প্রথমে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ, কালেক্টরেট চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে একে একে কুষ্টিয়া জেলা পুলিশ, কুষ্টিয়া মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে।
পরবর্তীতে সকাল ৬:০৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া করা হয়।
সকাল ৬:১৫ মিনিটে কুষ্টিয়া পৌরসভা কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া করা হয়।
পরে সকাল ৮:৩০ মিনিটে কুষ্টিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় ।