জহির উদ্দিন মোঃ বাবর, ঝালকাঠী প্রতিনিধি । ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ২৫শে মার্চ শনিবার বিকেল ৪ টায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব বজলুল হক হারুন এমপি । রাজাপুর উপজেলা প্রশাসন আয়োজিত গণহত্যা দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা বেগম পারুল । অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়্যারম্যান মোঃ মনিরুজ্জামান, সাবেক উপজেলা চেয়্যারম্যান ও রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মিলন মাহমুদ বাচ্চু, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডঃ সঞ্জীব কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলমনান্নু, বীর মুক্তিয়োদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম খলিফা, মহিলা ভাইস চেয়্যারম্যান আফরোজা আক্তার লাইজু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যক্ষ গোলাম বারী খান । ।