হে মহান স্বাধীনতা
————————কোহিনূর আক্তার,
হে স্বাধীনতা! তোমাকে দেখেছি ধ্বংসাত্মক বারুদের মাঝে ।
হে স্বাধীনতা, তোমাকে দেখেছি রক্তে ডুবে থাকা দুর্গন্ধ লাশের মাঝে ।
স্বাধীনতা তোমাকে অনুধাবন করেছি জননীর হৃদয় ছেড়া কান্নায় ।
হে স্বাধীনতা, তোমাকে দেখেছি যুবতীর দেহটাকে
হায়নার বিষাক্ত দাঁতে ছিন্নভিন্ন অভিষাপ্ত কামনায়।
হে স্বাধীনতা,তোমাকে দেখেছি পিতা মাতার লাশের মাঝে
ছোট শিশুর পিপাসিত চিৎকারে।
তোমাকে দেখেছি নব বধুকে সাদা পরিধানে।
তোমাকে দেখেছি গোলাবারুদ লাশের পঁচা ভেটকা স্বাসরুদ্ধ গন্ধে।
হে স্বাধীনতা,তোমাকে দেখেছি একটু বাঁচবার কাকুতির মাঝে।
মেরো না আমায় মেরো না
তোমাকে দেখেছি পাকিস্তানের হিংস্র নলে ।
তোমাকে দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবের গর্জে উঠা ভাষণে –
হে স্বাধীনতা তোমাকে দেখেছি বিজয়ের হাসির মাঝে ।
হে স্বাধীনতা , আজও আমার হৃদয়ে করুন বীণা বাজে –
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি ।
হে স্বাধীনতা, লক্ষ প্রাণের মুল্যে তোমাকে পেয়েছি ।
হে স্বাধীনতা তুমি আজও আমাদের শ্রেষ্ঠ ইতিহাস ।
হে স্বাধীনতা,, হে স্বাধীনতা,,