সিলেটের জঙ্গি আস্তানায় অভিযান শুরু

Slider টপ নিউজ সারাদেশ

58807_lead

 

সিলেট; সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় সন্দেহভাজন একটি জঙ্গি আস্তানা ৩০ ঘণ্টা ঘিরে রাখার পর অভিযান শুরু করেছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ও পুলিশের সোয়াট বাহিনী। সেনাবাহিনীর প্যারাকমান্ডো দল বাড়িটির তিন দিকে অবস্থান নিয়ে অভিযান শুরু করেছে। অভিযানের নাম দেয়া হয়েয়ে ‘অপারেশন স্প্রিং রেইন’।
আজ শনিবার সকাল ৯ টার দিকে এ অভিযান শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে সেনাবাহিনীর প্যারাকমান্ডো দল কয়েকটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। অভিযানের কারণে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। এ ছাড়া শিববাড়ি এলাকার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি জনসাধারণ মানুষ ও সংবাদকর্মীদেরও ওই এলাকা থেকে এক কিলোমিটার দূরে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি ও পাঁচটি অ্যাম্বুলেন্স, সেনাবাহিনীর সাঁজোয়া যান, ফায়ার সার্ভিসের গাড়ি ও কর্মীরা রয়েছেন। সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার জেদান আল মুসা গণমাধ্যমকে জানান, অভিযানের প্রস্তুতি হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া হাসপাতালের তিনটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে ঘটনাস্থলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *