বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর মিরপুর-১ এ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা। আজ শনিবার সকাল ১০টার দিকে পদ্মা গার্মেন্টের কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে আসে। এ সময় মিরপুর-১ থেকে টেকনিক্যাল পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ২০ মিনিট পর পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা গার্মেন্টের শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে সেখানে গোলচত্বরের পাশে ভারটেক্স ফ্যাশন কারখানায় ইট নিক্ষেপ করে ভাঙচুর করে। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।