মিশরের পেনিনসুলার সিনাই উপত্যকায় বোমা বিস্ফোরণে ১০ সৈন্য নিহত। রাস্তার পাশে পেতে রাখা দু’টি বোমার বিস্ফোরণে কমপক্ষে ১০ মিশরীয় সৈন্য নিহত হয়েছে। সিনাই উপদ্বীপে ইসলামিক স্টেট গ্রুপের বিদ্রোহীদের সাথে তাদের যুদ্ধের পর বিস্ফোরণের এ ঘটনা ঘটে । বৃহস্পতিবার সামরিক বাহিনী এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
এ ঘটনা কখন ঘটেছে সে ব্যাপারে কিছু উল্লেখ না করে ওই বিবৃতিতে আরো বলা হয়, সেখানে যুদ্ধে ১৫ জিহাদিও নিহত হয়। পেনিনসুলা জঙ্গীঘাটিতে অভিযান চালিয়ে আরো ৭ জনকে আটক করা হয়। অভিযানে হাফ টন টিএন্ডটি বিস্ফোরোক, দুটি গাড়ি ভর্তি হ্যান্ড গ্রেনেড ও শ’খানেক মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, ইসলামিক স্টেট (আইএস) এর একটি সহযোগি গ্রুপ সিনাই উপত্যকায় ক্রিয়াশীল অাছে। যাদের বিরুদ্ধে প্রায় শ’খানেক সৈন্য ও পুলিশ হত্যার অভিযোগ আছে।