‘প্রাণভিক্ষার জন্য ৭ দিন সময় পাবেন মুফতি হান্নান’

Slider জাতীয় সামাজিক যোগাযোগ সঙ্গী

58557_IG Prison

 

 

 

 

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীরা প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার জন্য ৭ কর্মদিবস সময় পাবেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। এই ৭ দিন সময়ের গণনা শুরু হয়েছে বুধবার থেকেই। গতকাল মৃত্যুদণ্ডের রায় রিভিউ খারিজের রায় পড়ে শোনানো হয়েছে তাদের। বৃহস্পতিবার সকালে কাশিমপুর কারাগারে ৪৯তম কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ ও শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান আইজি প্রিজন।
‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’-এই ভিশনকে সামনে রেখে ৬ মাস মেয়াদি এই প্রশিক্ষণ কোর্সে ৩০৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র সচিব (সুরক্ষা ও সেবা) ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী। এ সময় তার সাথে প্রশিক্ষক ডিআইজি প্রিজন মো. বজলুর রশীদ, জেলা প্রশাসক এস এম আলমসহ কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা কুচকাওয়াজ ও নানা শারীরিক কসরতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *