লন্ডন হামলা: গ্রেপ্তার ৭

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাবিশ্ব

58555_uk

 

 

 

 

বৃটিশ পার্লামেন্টের কাছে সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। বুধবার হামলার পর লন্ডন, বার্মিংহাম ও বৃটেনের বিভিন্ন অংশে ৬টি বাড়ি ঘেরাও করে গ্রেপ্তার অভিযান চালানো হয়। বৃটিশ পুলিশের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত উপ কমিণনার মার্ক রাউলি বলেছেন, লন্ডন, বার্মিংহাম ও অন্য স্থানগুলোতে ওই তল্লাশি চালানো হয়। তার ধারণা আন্তর্জাতিক সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ হয়ে একজন হামলাকারী বুধবার ওই হামলা চালিয়েছে। বিভিন্ন মিডিয়ায় হামলায় নিহত ও আহতের বিভিন্ন রকম সংখ্যা পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে, নিহতের সংখ্যা ৫। আহত হয়েছেন ৪০ জন। তার মধ্যে ২৯ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সঙ্কটজনক অবস্থায় রয়েছেন ৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *