প্রতিনিয়ত ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান। যার মধ্যে একটা বড় অংশই ভুয়ো। প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই এ দেশে রমরমিয়ে চলেছে ২৩টি ভুয়ো বিশ্ববিদ্যালয়। যেখানে বিভিন্ন বিষয় নিয়ে পড়ানো হয়, ডিগ্রি দেওয়া হয় ইউজিসির প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই। বিবৃতি দিয়ে ইউজিসি জানিয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলির কোনও এক্তিয়ারই নেই ডিগ্রি দেওয়ার। অথচ পড়ুয়াদের প্রতারিত করে এই সংস্থাগুলি ডিগ্রির শংসাপত্র বা সার্টিফিকেট বিলিয়ে চলেছে অবলীলায়। ইউজিসি জানিয়েছে, এই শংসাপত্র এক টুকরো কাগজ ছাড়া আর কিছুই নয়। একটি তালিকা প্রকাশ করে এই জাতীয় ভুয়ো বিশ্ববিদ্যালয় সম্পর্কে পড়ুয়াদের সচেতন করেছে ইউজিসি। তাতে দেখা যাচ্ছে, দেশের মোট ২৩টি বিশ্ববিদ্যালয় ভুয়ো। এর মধ্যে এ রাজ্যের দু’টি বিশ্ববিদ্যালয় রয়েছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা