বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র ভূয়সী প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। লন্ডনে বৃটিশ পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলার পর তেরেসাকে ‘শক্তিশালী’ হিসেবে আখ্যায়িত করলেন তিনি। বললেন, তেরেসা মে অত্যান্ত ভাল কাজ করছেন। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস। এতে বলা হয়েছে, লন্ডনে ওই হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ৫। আহত হয়েছেন ৪০ জন। এ নিয়ে ডনাল্ড ট্রাম্প টুইট করেছেন। তাতে তিনি লিখেছেন, লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দা ও শোক জানিয়ে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র সঙ্গে কথা বলেছি। তিনি শক্তিশালী এবং খুব ভাল কাজ করে যাচ্ছেন। রিপোর্টে বলা হয়েছে, পার্লামেন্টের বাইরে বুধবার যেখাবে হামলা হয় তা থেকে মাত্র ৫০ গজ দূরে ছিলেন তেরেসা। দ্রুত তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়। স্থানীয় সময় বিকাল পৌনে তিনটার দিকে তাকে সশস্ত্র গার্ডরা একটি সাদা রঙের জাগুয়ার গাড়িতে তুলে নিয়ে সরে পড়ে। হামলা হওয়ার পর পরই এ বিষয়ে ডাউনিং স্ট্রিটের কাছে জানতে চাওয়া হয়। তবে তেরেসা মে’কে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে কিনা সে বিষয়ে তারা মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করে। ওদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শন স্পাইসার জানান যে, মার্কিন সরকারের পূর্ণাঙ্গ সমর্থন পাবে লন্ডন ও প্রধানমন্ত্রীর সরকার। এর পর পরই প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করেন। এ নিয়ে কূটনৈতিক রীতিতে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করলেও তার ছেলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র তীর্যক মন্তব্য করেছেন লন্ডনের মেয়র সাদিক খানের প্রতি। বৃটিশ সরকারের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প।