রাজশাহী সিটি করপোরেশনে স্মার্টকার্ড বিতরণ শুরু হচ্ছে ২ এপ্রিল থেকে। ইতোমধ্যে রাজশাহী মহানগরীর নাগরিকদের জন্য ছাপানো স্মার্ট কার্ড পৌঁছানো হয়েছে বলে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন।
রাজশাহী সিটি করপোরেশনে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনের দিন বিশিষ্ট কয়েকজন নাগরিককে তা দেওয়া হবে। ৩ এপ্রিল থেকে নাগরীর বিভিন্ন ওয়ার্ডে সাধারণ নাগরিকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে।
২ এপ্রিল সকাল ১০টায় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও কবিতা খানমের উপস্থিত থাকার কথা রয়েছে।
স্মার্টকার্ড সংক্রান্ত যে কোনো তথ্য জানাতে একটি হেল্প ডেস্ক খুলেছে নির্বাচন কমিশনের এনআইডি উইং। যে কোনো ফোন থেকে ১০৫ নম্বরে কল করে এ সংক্রান্ত তথ্য জানা যাবে।