বরিশালের আগৈলঝাড়ায় ভূমিদস্যু কর্তৃক রাতের আঁধারে বিশ্বব্যাংক কর্মকর্তার জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয় সাধারণ লোকজনের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড় বাশাইল গ্রামের সোনামদ্দিন মৃধার ছেলে বজলু মৃধার কাছ থেকে ২০ বছর পূর্বে বড় বাশাইল মৌজার ৭৬ নং খতিয়ান ভুক্ত এসএ ১৫০৮ নং দাগের ৪০ শতাংশ ধানি জমি ক্রয় করেন একই এলাকার ডক্টর মোর্শেদ আলম সিদ্দিকী। মোর্শেদ বিশ্ব ব্যাংকের মনিটরিং ইভিউলেশন বিশেষজ্ঞ হিসেবে ঢাকায় কর্মরত রয়েছেন। মোর্শেদ অভিযোগ করেন, তিনি ঢাকায় কর্মস্থলে অসুস্থ থাকার সুযোগে সম্প্রতি একই গ্রামের মৃত মমিন উদ্দিন হাওলাদারের ছেলে নজরুল ইসলাম ওই জমিতে রাতের আঁধারে ঘর তুলে তার মালিকানাধীন একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়। স্থানীয় মোশারফ হোসেন মৃধা, কালাম মোল্লা, মেজবাহ শিকদারসহ এলাকাবাসী সাংবাদিকদের জানান, ওই জমির মালিক দলিলমূলে ডক্টর মোর্শেদ আলম সিদ্দিকী। এব্যাপারে নজরুল ইসলাম হাওলাদার জানান, জমি ক্রয়ের জন্য তিনি টাকা দিয়েছিলেন, কিন্তু মোর্শেদ আলম সিদ্দিকী তার নামে দলিল করেছে।