শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একাদশ তাদের সামনে বড় টার্গেট ছুড়ে দিয়েছে। টস জিতে প্রতিপক্ষ আগে ব্যাটে পাঠান বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আগে ব্যাটে গিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একাদশ সংগ্রহ করেছে ৭ উইকেটে ৩৫৪ রান। জয়ের জন্য বাংলাদেশের সামনে টার্গেট ৩৫৫ রানের। উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরা ৬৪ রান করে রিটায়ার্ড আউট হন। এরপর সানদুন ভিরাকোদাই করেন সর্বোচ্চ ৬৭ রান। পাঁচ নম্বরে নামা ধনাঞ্জয়া ডি সিলভা করেন ৪৭ বলে ৫২ রান। আর থিসারা পেরেরা ৩০ বলে ৪১ ও দাসুন সানাকা করেন ১২ বলে ২৪* রান। মাশরাফি বিন মুর্তজা, আবুল হাসান রাজু ও সানজামুল ইসলাম একটি করে উইকেট নেন। প্রস্তুতি ম্যাচে খেলছেন না তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা।