জামিন জালিয়াতি করে ১০৬ আসামিকে মুক্ত করার মামলায় ঢাকার আদালতের এক বেঞ্চ সহকারীসহ ৫ জনকে ১৪ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বরখাস্তকৃত বেঞ্চ সহকারী মোসলেহ উদ্দিন ভূঁইয়া, মহানগর দায়রা জজ আদালতের নেজারত বিভাগের কর্মচারী শেখ মো. নাঈম, অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের উমেদার মো. আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মো. ইসমাইল। রায়ে বিচারক দন্ডবিধির ৪৬৬ ও ৪৭১ ধারায় আসামিদের ১৪ বছর করে কারাদ-াদেশ দেন। একই সঙ্গে দুটি ধারায় প্রত্যেককে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাস করে দুই মাসের কারাদ-ের আদেশ দেন বিচারক। ২০১৫ সালের ১২ই আগস্ট ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মোসলেহ উদ্দিন ও এমএলএসএস শেখ নাঈমসহ অজ্ঞাত কয়েকজন বিচারাধীন ৭৬টি মামলায় বিচারকের সিল-স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ভুয়া জামিননামা তৈরি করে ১০৬ আসামিকে মুক্ত করেন। এ ঘটনাটি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হলে আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ঘটনায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির মো. উবায়দুল করিম আকন্দ কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
পরবর্তী সময়ে ২০১৬ সালের ১৫ই মার্চ তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. শফিউল্লাহ ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন।