ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন।
আগামী ১৪ মে এফবিসিসিআইয়ের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ওই নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে একটি আবেদন করা হয়। আবেদনের শুনানি নিয়ে নির্বাচনের ওপর দুই মাসের স্থগিতাদেশ দেন আদালত।