নেট কানেকশন থাকলেই কেল্লা ফতে। সহজেই সমাধান। এখন হাতের মুঠোয় পড়াশোনার চাবিকাঠি। প্রশ্নের মুখে প্রাইভেট টিউটরদের কেরিয়ার আর বই। ছাত্ররা পড়াশোনায় ভুল করলে টিউটররাও হয়তো চোখ রাঙাতে গিয়ে দু’বার ভাববেন। এর কারণ মোবাইল স্টাডি অ্যাপ। এটি এমন একটি অ্যাপ্লিকেশন যার সাহায্যে পড়ুয়ারা বিভিন্ন বই পড়তে পারবেন। তাও আবার সামান্য ডেটা খরচের বিনিময়েই। আর এতেই কি হুমকির মুখে পড়ছে নিরীহ বই? বা শিক্ষকতা পেশাও?