সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

‘দঙ্গল পার্টু ২’-র পরিকল্পনা শুরু করলেন আমির!

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

image

 

 

 

 

‘দঙ্গল’-এর অভাবনীয় সাফল্য। অভিনয় থেকে গল্প, সবটাই উচ্চ প্রশংসিত। এখনও পর্যন্ত বক্স অফিসে ৩০০ কোটিরও বেশি রোজগার। সব মিলিয়ে একের পর এক ছক্কা হাকিয়েছে আমির খানের ‘দঙ্গল’। এ বার তাই দঙ্গল পার্ট ২ নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করলেন মিস্টার পারফেকশনিস্ট।

শোনা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে হয়তো ২০১৮-র শেষের দিকেই ‘দঙ্গল-২’ পর্দায় দেখার সৌভাগ্য হবে সিনেপ্রেমীদের। তবে এ বার নতুন দঙ্গল-এ কাদের গল্প বলবেন পরিচালক নীতেশ তিওয়ারি? আবার কী গীতা, ববিতার পরবর্তী জীবনই ফুটে উঠবে সিনেমার পর্দায়? সূত্রে খবর, এ বার নাকি গীতার ছোট বোন ভিনেশ ফোগতই হবে ‘দঙ্গল-২’-এর প্রধান চরিত্র। ২২ বছর বয়সে কুস্তিতে সোনা জিতেছিলেন ভিনেশ। কিন্তু শেষ পর্যন্ত মারাত্মক হাঁটুর চোটে ছিটকে গিয়েছিলেন জাতীয় স্তরের প্রতিযোগিতা থেকে। তার পরেও আবার ঘুরে দাঁড়ানো। চোট সারিয়ে আবারও ফিরেছিলেন নিজের জেদে। কমনওয়েলথ গেমস-এ অংশ নিয়ে এসেছিল সাফল্যও। ২০১৪-তে গ্লাসগ্লো কমনওয়েলথ-এ সোনা জিতেছিলেন তিনি। এশিয়ান গেমস থেকেও এনেছিলেন রুপো।

এই ভিনেশ ফোগতই কে নিয়েই কী হতে চলেছে দঙ্গল ২?

এ বার কী সেই ভীনেশই নীতিশের হাত ধরে ফুটে উঠবে পর্দায়? উত্তর দেবে সময়ই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *