আবারও বিশের সেরা ধনীর তকমা লেগেছে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসের নামে। সোমবার ফোর্বস প্রকাশিত নতুন তালিকায় এমনটি দেখা গেছে। এ তালিকায় স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও। তবে তালিকায় গতবারের চেয়ে তার অবস্থান নিচে নেমে গেছে ২২০ ধাপ। এবারের ফোর্বস বিলিয়নার তালিকায় তার স্থান হয়েছে ৫৪৪তম ধনী ব্যক্তি হিসেবে। তার সাথে একই অবস্থানে আছেন আরো ১৯জন। এখবর দিয়েছে এবিসি নিউজ। ফোর্বস জানায়, ট্রাম্পের মোট অর্থের পরিমাণ হচ্ছে ৩৫০ কোটি ডলার। গত বছর থেকে এ অর্থের পরিমাণ প্রায় এক বিলিয়ন ডলার কম এবং ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় তার অর্থের পরিমাণ যা জানিয়েছিলো তার তিন ভাগের এক ভাগ। ফোর্বস জানায়, তার এই অর্থহানির মূল কারণ সম্ভবত নিউ ইয়র্ক রিয়েল এস্টেট মার্কেটের অতি মন্দা। ম্যাগাজিনটি বলে, প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থের বেশিরভাগই আসে নিউ ইয়র্ক সিটির মিডটাউন ম্যানহাটানের টেলিভিশন ও রিয়েল এস্টেট থেকে। ট্রাম্পের অর্থহানি ঘটলেও ফোর্বসের তালিকায় ধনী হিসেবে যোগ হয়েছে নতুন অনেকে। ২০৪৩ জন ধনীর র্যাংকিং করেছে ফোর্বস। ফোবর্সের ইতিহাসে এটা নতুন রেকর্ড। ১৯৬ জন নতুন ব্যক্তির নাম এই ধনী-তালিকায় যোগ হয়েছে এবার। একটানা চার বছর ধরে এ তালিকার শীর্ষে রয়েছেন বিল গেটস। এছাড়া গত ২৩ বছরের মধ্যে ১৮ বছরই বিশ্বের সেরা ধনী ব্যাক্তির জায়গাটি দখলে ছিল এই মাইক্রোসফট প্রতিষ্ঠাতার। এছাড়া ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের অর্থের পরিমাণ বেড়ে ১১০০ কোটি ডলার অতিক্রম করেছে। ফোর্বস তালিকায় তার অবস্থান পঞ্চম হয়েছে এই প্রথমবারের মতো। বিল গেটস ও জাকারবার্গের মাঝে রয়েছেন বার্কশায়ার হাথওয়ের প্রধান নির্বাহীকর্মী ওয়ারেন বাফেট, অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও জারার সহ-প্রতিষ্ঠাতা আমান্সিও অরটেগা।