শাহরিয়ার সাদিক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে সংস্কৃতিক বিয়ক মন্ত্রি আসাদুজ্জামান নুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির স্মৃতিচারনে পুষ্প মাল্য অর্পন করেন। পরে বেলুন উড়িয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত কার্যক্রমের শুরু করা হয়। এরপর একটি র্যালি বের হয়ে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলার দলীয় কর্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবলীগের সভাপতি রমেন্দ্রনাথ বর্ধন বাপ্পির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা যুব লীগের সাধারন সম্পাদক সাহিদ মাহমুদ, পৌর যুবলীগের সভাপতি শাহজাহান আলী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হোসেন খান মানিক, থানা যুবলীগের সভাপতি প্রনবানন্দ রায়, থানা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ। এছারাও জেলার সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মিরাও উপস্থিত ছিলেন।