রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এক রাতে ১৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়ার পর থেকে খামারিদের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে।
সোমবার মধ্যরাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের কয়েকটি গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারিরা জানান, হয়দেবপুর, গলদাপাড়া, আবদারসহ আশপাশের এলাকার বেশির ভাগ মানুষের পেশা কৃষিকাজ। কৃষি কাজের পাশাপাশি তারা বিভিন্ন জাতের গবাদি পশু পালন করে থাকেন। ওই সব এলাকায় বেশ কয়েক বাড়ীতে গরুর খামার রয়েছে। আর গরু রয়েছে কয়েক শতাধিক।
সোমবার মধ্যরাতের হয়দেবপুর গ্রামের নুরুল ইসলামের গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু, গলদাপাড়া গ্রামের নুরুদ্দিনের গোয়াল ঘর থেকে ৪টি, হাবিবুর রহমানের গোয়াল ঘর থেকে ৩টি, আব্দুস ছামাদের গোয়াল ঘর থেকে ২টি গরু, আবদার গ্রামের আতাউর রহমানের গোয়াল ঘর থেকে ১টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।
এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, চুরি হওয়া গরু উদ্ধার ও চোর দলের সদস্যদের আটকের চেষ্টা চলছে। এছাড়া ওই সব এলাকায় পুলিশের পাহাড়া বাড়িয়ে দেয়া হবে।