স্প্যানিশ লা-লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করলো রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানের দল বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান পাঁচ। মৌসুমের শুরু থেকে শিরোপার সম্ভবনা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে রিয়াল মাদ্রিদ। কিন্তু দুই সপ্তাহ আগে তিন ম্যাচের মধ্যে এক হার ও এক ড্র দেখায় শঙ্কা জেগে ওঠে। বার্সেলোনা তাদের ঘারে নিশ্বাস ফেলতে শুরু করে। কিন্তু সেই অবস্থা থেকে বের হয়েছে রিযাল মাদ্রিদ। টানা তিন ম্যাচ জিতে ফের শীর্ষস্থান মজবুত করেছে তারা। এরমধ্যে সর্বশেষ শনিবার তারা ২-১ গোলে হারালো অ্যাথলেটিক বিলবাওকে। এতে ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬৫। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৬০। আর তৃতীয় স্থানের দল সেভিয়ার পয়েন্ট ৫৭। বিলবাওয়ের মাঠ সান মামেসে ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যেতে পারতো সফরকারী রিয়াল মাদ্রিদ। দলের তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো একটি গোল করেন। কিন্তু অফসাইডের খাঁড়ায় পড়ে সেটা বাতিল হয়ে যায়। তবে ২৫ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। তাকে এই গোলে বল যোগান দেন রোনালদো। ১-০ এগিয়ে তেকে বিরতিতে যায় রিয়াল। কিন্তু দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান আদুরিজ। তবে এর তিদন মিনিট বাদে রিয়ালকে এগিয়ে দেন ক্যাসেমিরো। এই জয়ে ২০১১-১২ মৌসুমের পর চলতি মৌসুমে লা-লিগার শিরোপার সম্ভাবনা উজ্জ্বল করলো রিয়াল মাদ্রিদ।