এবারের ‘ইত্যাদি’ সুন্দরবনের কোলে

Slider খুলনা বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

57859_e2

 

 

 

 

আমাদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্ন নিদর্শন, পর্যটন ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে ‘ইত্যাদি’ ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে সাতক্ষীরায় সৌন্দর্যের অপার লীলায় সজ্জিত বিশ্ব ঐতিহ্যের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের কোলে নির্মিত আকাশলীনা পর্যটন কেন্দ্রে। পেছনে সুন্দরবন, আর মাঝখানে নদীর ওপর গোলপাতায় সজ্জিত মঞ্চ। সামনে নানান আকৃতির শত শত নৌকা। জোয়ার ভাটায় কখনো ভাসমান, কখনোবা পানি নেমে যাওয়ায় চরে আটকে যাওয়া নৌকায় হাজার হাজার দর্শক নিয়ে এবারের এই বিশেষ পর্বটি ধারণ করা হয়েছে গত ১৪ই মার্চ। নৌকা ছাড়াও হাজার হাজার মানুষ আশেপাশের রাস্তায়, গাছের উপর, লঞ্চ, ট্রলারের উপর বসে, কেউবা নদী তীরে হাঁটু পানিতে দাঁড়িয়ে, কেউবা কাদায় দাঁড়িয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন ‘ইত্যাদি’র নান্দনিক সব আইটেম। সুন্দরবন, নদী, নৌকা আর আকাশলীনার অপার সৌন্দর্য দৃশ্যমান করার জন্য এবারের ‘ইত্যাদি’র অংশবিশেষ ধারণ করা হয়েছে দিনের আলোর পড়ন্ত আভায়। ‘ইত্যাদি’র এই পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ৩১শে মার্চ রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে যথারীতি কেয়া কস্‌মেটিকস্‌ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *