সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

মাজিদ মাজিদির ছবি থেকে বাদ গেলেন দীপিকা, কারণ ইনিই

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

image

 

 

 

 

 

সময়টা ভাল যাচ্ছে না দীপিকা পাড়ুকোনের। একদিকে ‘পদ্মাবতী’র সেটে একের পর এক হামলা। অন্য দিকে বলিউডে জোর গুজব, বয়ফ্রেন্ড রণবীর সিংহের সঙ্গে নাকি ছাড়াছাড়ি হয়ে গিয়েছে নায়িকার। সুখবর বলতে শুধু ট্রিপল এক্স-এর সাফল্য। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই আরও এক দুঃসংবাদ। অস্কার বিজয়ী চিত্রপরিচালক মাজিদ মাজিদির ছবি থেকে বাদ পড়লেন দীপিকা পাড়ুকোন।

বলিউডে নম্বর ওয়ান জায়গাটা অনেক দিন ধরেই নিজের দখলে রেখেছেন দীপিকা। বলি-হলি মিলিয়ে নিজের জায়গাটা বেশ পাকাও করে ফেলেছিলেন। কিন্তু এর মধ্যেই তাল কেটে গেল একটু। শোনা যাচ্ছিল, ইরানের অস্কারজয়ী পরিচালক মাজিদ মাজিদির পরবর্তী ছবির জন্য অডিশন দিয়েছেন দীপিকা। অভিনয়ের কথাও প্রায় পাকা। কিন্তু হঠাৎই ক্লিন বোল্ড হয়ে গেলেন। সৌজন্যে মালবিকা মোহনন। মালয়ালী এই মেয়ের কাছেই হারতে হল দীপিকাকে। কে এই মালবিকা?সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *