গ্রাম বাংলা ডেস্ক: স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক এমপি অ্যাডভোকেট টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতানকে। বৃহস্পতিবার মধ্যরাতে করা এই মামলায় অ্যাডভোকেট টিপু এবং তার স্ত্রী ডা. জেসমিন আরা বেগমকেও আসামি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে নিজ ঘরের টয়লেটে হুমায়ুনের স্ত্রী শামারুফ মাহজাবিন কনা (২৪) আত্মহত্যার করেছেন বলে দাবি করেছেন টিপুর পরিবার। ওইদিন রাতেই কনার বাবা নুরুল ইসলাম মেয়েকে হত্যার অভিযোগে জামাতা, বেয়াই ও বেয়ানের বিরুদ্ধে মামলা করেন। রাতে হুমায়ুন ওই সময় ধানম-ি থানায় ছিলেন। মামলার পরপরই তাকে গ্রেপ্তার দেখানো হয়। যশোরে পিডব্লিওডির অবসরপ্রাপ্ত প্রকৌশলী নুরুল ইসলামের একমাত্র মেয়ে কনার সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় হুমায়ুনের। কনা রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ইন্টার্নি শেষ করার পর বিএসএমএমইউতে এফসিপিএস-এ ভর্তি হয়েছিলেন। স্বামীর সঙ্গে ধানম-ির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে শ্বশুরের বাসায় থাকতেন কনা।