বাংলাদেশের বিপক্ষে কলম্বো টেস্টে দ্বিতীয় ইনিংসে লিড নিলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৩৩৮ রানের জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ৪৬৭ রানে। ১২৯ রানে পিছিয়ে থেকে বিনা উইকেটে ৫৪ রানে তৃতীয় দিন শেষ করে শ্রীলঙ্কা। উপুল থারাঙ্গা ২৫ ও দিমুথ করুনারত্নে ২৫ রানে অপরাজিত ছিলেন। ৭৫ রানে পিছিয়ে থেকে আজ চতুর্থ দিন ব্যাটে নামেন তারা। মোস্তাফিজুর রহমানের করা দিনের প্রথম ওভারে ৩ রান নেয় শ্রীলঙ্কা। দিনের দ্বিতীয় ওভার করতে আসেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। ওভারের প্রথম বলেই থারাঙ্গাকে বোল্ড করে ফেরান তিনি। তবে এরপর আর কোনো উইকেট খোয়ায়নি স্বাগতিক শ্রীলঙ্কা। তারা ইতিমধ্যে দ্বিতীয় ইনিংসে লিড পেয়েছে। শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১৩২ রান। তারা ইতিমধ্যে লিড পেয়েছে ৩ রানে। দিমুথ করুনারত্নে ৬৫ ও কুশল মেন্ডিস ৩৪ রানে অপরাজিত