ম্যাথিউসকে ছাড়াই শ্রীলঙ্কার ওয়ানডে দল

Slider খেলা সামাজিক যোগাযোগ সঙ্গী

57820_Srilanka

 

 

 

 

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে নেয়া হয়নি নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টেস্ট সিরিজ খেলতে পারছেন না তিনি। ওয়ানডে সিরিজের আগে সুস্থ্য হয়ে উঠবেন বলে আশা করছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। কিন্তু পুরোপুরি সুস্থ্য হয়ে না ওঠায় ওয়ানডে সিরিজেও খেলতে পারছেন না তিনি। এতে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন উপুল থারাঙ্গা। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে তার নেতৃত্বে শ্রীলঙ্কা ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ হয়। তবে বাংলাদেশের বিপক্ষেও তাকে নেতৃত্বে রাখা হলো। দল ফেরানো হয়েছে কুশল পেরেরা ও থিসারা পেরেরাকে। সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচে তারা দু’জনই দারুণ করেছেন। থিসারা পেরেরা এক ম্যাচে ৩৫ বলে ৫৬* রানের পর বল হাতে নেন ১৭ রানে ২ উইকটে। এছাড়া ওয়ানডে দলে নেয়া হয়েছে দানুস্কা গুনাথিলাকাকে। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ২৫ মার্চ ডাম্বুলায়।

শ্রীলঙ্কার ১৫ সদস্যের ওয়ানডে দল
উপুল থারাঙ্গা (অধি:), নিরোশান ডিকওয়েলা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, দানুস্কা গুনাথিলাকা, সুরঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, ভিকুম সঞ্জয়, থিসারা পেরেরা, সচিথ পাথিরানা, সেকুগে প্রসন্ন ও লক্ষণ সানদাকান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *