স্পোর্টস ডেস্ক; বাংলাদেশের শততম টেস্টে টস জিতে আগে ব্যাটে গিয়ে ৩৩৮ রানে অলআউট হলো শ্রীলঙ্কা। এখানে বড় অবদান শ্রীলঙ্কার লেজের তিন ব্যাটসম্যানের। ৭ উইকেটে ২৩৮ রান তুলে গতকাল প্রথমদিন শেষ করে স্বাগতিক শ্রীলঙ্কা। দিনেশ চান্ডিমাল ৮৬ ও রঙ্গনা হেরাথ ১৮ রানে অপরাজিত ছিলেন। আজ আরো ৭ রান করে সাকিব আল হাসানের বলে ফেরেন হেরাথ। কিন্তু লড়াকু সেঞ্চুরি তুলে নেন দিনেশ চান্ডিমাল। ৩০০ বলে ১৩৮ রানে মিরাজের বলে ফেরেন তিনি। এটি তার ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি। অষ্টম উইকেটে হেরাথের সঙ্গে তিনি গড়েন ৫৫ রানের জুটি। এরপর নবম উইকটে সুরাঙ্গা লাকমলের সঙ্গেও গড়েন ৫৫ রানের জুটি। চান্ডিমাল উইট হওয়ার পর শেষ উইকেটে বাংলাদেশি বোলারদে পরীক্ষা নেন লাকমল ও সানদাকান। তাড়া গড়েন ৩৩ রানের জুটি। লাকমল ৩৫ রানে আউট হলে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশিষ রয় ও মোস্তাফিজুর রহমান।