ঝিনাইদহ জেলায় মাননীয় প্রধানমন্ত্রী “শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ব্রান্ডিং বিষয়ক মত বিনিময় সভা অনু্ষ্িঠত !
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
১৪ মার্চ-২০১৭ মঙ্গলবার ঝিনাইদহ জেলার তথ্য অফিস কর্তৃক আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ব্রান্ডিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুর রউফ মন্ডল এর সভাপতিত্বে অনু্ষ্িঠত অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলার সুযোগ্য ও সম্মানিত জেলা প্রশাসক শ্রদ্ধাভাজন জনাব মোঃ মাহবুব আলম তালুকদার মহোদয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপপরিচালক, সহানীয় সরকার ঝিনাইদহ শ্রদ্ধেয় জনাব আবু ইউসুফ মোঃ রেজাউর রহমান প্রমুখ।
মহেশপুরে বিয়ের বাড়িতে ভ্রাম্যমান আদালতের হানা অপরাধে বর ও বাবাকে কারাদন্ড !
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিবাহের অপরাধে বর ও বরের বাবাকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বর রাসেল মিয়া (১৯) ও তার বাবা শহিদুল ইসলাম (৪৫)। মঙ্গলবার বিকালে বরকে ২১দিন ও বাবাকে ১৫দিনের কারাদন্ড প্রদান করে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্্েরট আশাফুর রহমান।
ইউএনও আশাফুর রহমান জানান, উপজেলার খালিশপুর গ্রামের হাসান আলীর সপ্তম ¤্রণেীতে পড়-য়া মেয়ে সেতু খাতুন (১৩)কে একই উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাসেল মিয়ার সাথে বাল্য বিয়ের আয়োজন করে। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। এর পর ভ্রাম্যমান আদালত বসিয়ে বর রাসেল মিয়াকে ২১দিন ও তার বাবা শহিদুল কে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ইবিতে ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠানে প্রথম নারী অধ্যাপক !
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
মানুষের নৈতিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে খড়ি অধিৎবহবংং ধহফ ঠধষঁবং উবাবষড়ঢ়সবহঃ ঈবহঃৎব ‘এসো মানবতার ঐশ্বর্যে জীবন গড়ি’র নামের একটি প্রতিষ্ঠান। ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সময় সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে আলোচনা সভা, কর্মশালাসহ বিভিন্ন অনুষ্ঠান।
এই সংগঠনের একটিই লক্ষ্য সমাজের সর্বস্তরের মানুষের মাঝে মুল্যবোধ সৃষ্টি করা। ঝিনাইদহ-কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসন ও আইন বিভাগ প্রথম নারী প্রফেসর ড. রেবা মন্ডল ২০১৪ সালের প্রথম দিকে ২৫ জন সদস্য নিয়ে “এসো মানবতার ঐশ্বর্যে জীবন গড়ি’’ সংগঠনটি গড়ে তোলেন। সর্বপ্রথম কুষ্টিয়া জেলার চৌড়হাস মুকুল সংঘ স্কুলসহ ১৪টি স্কুলে নৈতিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে কাজ শুরু করেন।
এ পর্যন্ত ঝিনাইদহ, কুষ্টিয়া জেলার বিভিন্ন স্কুল ও গুরুত্বপূর্ণ স্থানে সংগঠনটি পৃথক-পৃথকভাবে ৭-৮জনের এক একটি টিমে বিভক্ত হয়ে বিভিন্ন জেলা, উপজেলাসহ তৃণমূল পর্যায়ের স্কুল গুলোতে কাজ করে যাচ্ছে। সমাজের জ্ঞানী গুণীদের পরামর্শক্রমে সকলের সহযোগীতা পাওয়ার বিষয় ও সংগঠনটির কাজের ধারাবাহিকতা বাড়ানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা সভা করে যাচ্ছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. রেবা মন্ডল বলেন, কিশোর অপরাধ কমানো, মানুষের মূল্যবোধ তৈরি, বাল্যবিবাহ সমূলে বদ্ধকরণ, মাদকের প্রতি অনাগ্রহ করে তোলা, যৌতুক যেন কোন পুরুষ না চাই এবং ঘৃণা করে, আইনের সচেতনতা বাড়ানো, মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, বাঙালী জাতির কৃষ্টি কালচারের প্রতি শ্রদ্ধাশীল করানো, সংবিধানের প্রতি এবং রাষ্ট্রীয় আইনের প্রতি সকল জনগণের শ্রদ্ধাবোধ বাড়ানোর জন্য প্রতিষ্ঠা করা হয়েছে এই সংগঠনটি।
তিনি বলেন, সমাজের সকল পর্যায় থেকে দুর্ণীতি দূরীকরণ, প্রত্যেক মানুষকে সঠিকভাবে শ্রদ্ধা করা, নারী নির্যাতন এবং শিশু নির্যাতন বন্ধ করা, সমাজের সকল স্তরের মানুষের প্রতি আচরণ যেন সঠিক হয় তা লক্ষ্য রাখা, সমাজের সকল স্তরে নির্যাতন যাতে কমে আসে, বাঙালী জাতীয়তাবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, বাংলা ভাষা ও মুক্তিযুদ্ধের সকল পর্যাযে শ্রদ্ধাবোধ সৃষ্টি, নতুন জ্ঞান, বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহী করা, দেশ প্রেম জাগ্রত করা, মানবতা ধর্ম সঠিকভাবে পালন করা হয় এজন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মুল্যবোধ সৃষ্টি জন্য কাজ করে যাচ্ছি।
ঝিনাইদহ শহরে মঙ্গলবার সংগঠনের অফিস কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. রেবা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেলা নাজির সোহেল রানা, প্রধান তুলনাকারক শাহ মোহাম্মদ সেলিম, আল-ফারাবি কাউসার, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের আব্দুস সালাম খাঁন, অন্নপূর্নারানী, জুয়েল রানা প্রমুখ।
মহেশপুরের যুবসমাজকে বাঁচাতে গ্রামের চৌকিদার-দফাদারদেরকে নির্দেশনা !
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের শেষবারের মত সতর্ক করে মাদক ব্যবসা ও সেবন ছেড়ে দিয়ে আত্ম সমর্পনের আহ্বান জানানোর পর গতকাল মঙ্গলবার দুপুরে থানা চত্তরে মহেশপুরের যুবসমাজকে বাঁচাতে গ্রামের চৌকিদার-দফাদারদেরকে নির্দেশনা দিয়েছেন মহেশপুর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব।
ওসি বিপ্লব বলেন মাদক ব্যবসা বা মাদক সেবনের মাধ্যমে এলাকার যুব সমাজ যাতে ধ্বংস না হয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে আত্ম সমর্পন করানো বা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ব্যাপারে খোঁজ খবর রাখবেন। শুধু তাইনা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যানো কোন ভাবেই মাদক দ্রব্য এলাকায় প্রবেশ করতে না পারে সে ব্যপারে সব সময় সর্তক থাকার কথা বলেছেন। এসময় উপস্থিত ছিলেন থানার এএসআই আব্দুস সাত্তারসহ উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় ৬০ জন চৌকিদার-দফাদাররা।
ঝিনাইদহে দ্বিতীয় পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচীর উদ্বোধন !
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দ্বিতীয় পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলাম ।
২য় পর্যায়ের এ কর্মসূচী চলবে মার্চ ও এপ্রিল মাসব্যাপী। জেলা খাদ্য বিভাগের দেওয়া তথ্য মতে ২য় পর্যায়ের এ কর্মসূচীতে জেলার ৬ টি উপজেলার ৪৩ হাজার ৫’শ ৬৯ জন দুস্থদের মাঝে ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। সদর উপজেলার ১৭ টি ইউনিয়নের ৩৪ জন ডিলারের মাধ্যমে ১৬ হাজার ১’শ ৯৭ জন কার্ডধারীর মধ্যে স্বল্পমুল্যে চাল বিতরণ করা হবে।
ঝিনাইদহে নিজেই বোমাসহ আটক অন্যকে বোমা দিয়ে ফাঁসাতে গিয়ে !
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
গভীর রাতে অন্যের ঘরে বোমা রেখে ফাঁসাতে গিয়ে মোবারক হোসেন (৩৭) নামের এক ব্যাক্তি নিজেই থানা পুলিশের হাতে দু’টি বোমাসহ ধরা পড়েছে। এ ঘটনাটি ঘটেছে গত সোমবার দিন গত গভীর রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কালুহুদা গ্রামে।
মহেশপুর থানার এস আই খবির হোসেন জানান, মহেশপুর উপজেলার কালুহুদা গ্রামের আইতাল বিশ্বাস নামের এক ব্যক্তিকে ফাঁসাতে পার্শবর্তী জোকা গ্রামের রাজু প্রধানিয়ার ছেলে মোবারক হোসেন পলি ব্যাগের মধ্যে মোরানো অবস্থায় দু’টি হাত বোমা গভীর রাতে কালুহুদা গ্রামের আইতাল বিশ্বাসের ঘরের মধ্যে রেখে পুলিশে খবর দেয়। পরে বিষয়টি পুলিশ জানতে পেরে দু’টি হাত বোমাসহ থানার এস আই সামছুল আলম মোবারক হোসেনকে আটক করেছে।
থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিল্পব জানান, কালুহুদা গ্রামের আইতাল বিশ্বাসের ঘরের মধ্যে দু’টি হাত বোমা রেখে তাকে ফাঁসাতে পুলিশে খবর দেয়। পুলিশ এ বিষয়টি জানতে পেরে দু’টি হাত বোমাসহ মোবারক হোসেনকে আটক করে। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।
ঝিনাইদহে বিশেষ অভিযানে জামায়াত কর্মীসহ ৫৮ জন গ্রেফতার !
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩ তালিকাভুক্ত সন্ত্রাসী ও ১ জামায়াতকর্মীসহ ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অভিযান অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
সে সময় পুলিশের তালিকাভুক্ত ৩ সন্ত্রাসী ও ১ জামায়াত কর্মীসহ ৫৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র। এর মধ্যে সদর থানায় ২৫ জন, হরিণাকুন্ডু থেকে ৫ জন, মহেশপুর থেকে ৪ জন, কোটচাঁদপুর থেকে ১ জামায়াত কর্মীসহ ৩ জন, শৈলকুপা ও কালীগঞ্জ থেকে ১৮ জন এবং ডিবি পুলিশের অভিযানে ৩ তালিকা ভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহে থামছেই না আত্মহত্যা ৪ মাসে ১০৮ জন নারী পুরুষের আত্মহত্যা, ৬ বছরে ২২২৪জন !
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহের ৬টি উপজেলায় থামছেই না আত্মহত্যা গত ৪মাস (নভেম্বর১৬-ফেব্রুয়ারী ১৭) পর্যন্ত ১০৮জন নারী পুরুষ আত্মহত্যা করেছে। তবে এর মধ্যে নারীর সংখ্যা বেশি। বেসরকারি হিসেবে এ সংখ্যা আরো বেশি। গত নভেম্বর মাসে ২৬জন, ডিসেম্বরে ২৮জন,জানুয়ারীতে ২৯জন ও ফেব্রুয়ারী মাসে ২৫জন আত্মহত্যা করেছে। গত ৬ বছরের( ২০১০-২০১৬ পর্যন্ত) হিসাবে জেলায় প্রায় ২ হাজার ২শ ২৪জন আত্মহত্যা করেছে পুলিশ, হাসপাতাল ও বেরকারি সংস্থা থেকে জানা গেছে।
জেলা আইন শৃংখলা মিটিং সুত্রে জানা যায়, সর্বশেষ ফেব্রুয়ারী মাসে ঝিনাইদহ সদর উপজেলায় ফাসিতে ঝুলে ১জন পুরুষ ও ২জন মহিলা, বিষপান করে ২জন পুরুষ ও ১জন মহিলা এবং অন্য ভাবে আরো ১জন সহ ৭জন আত্মহত্যা করেছে।
শৈলকুপা উপজেলায় ফাসিতে ঝুলে ১জন পুরুষ ও ১জন মহিলা, বিষপানে ২জন মহিলাসহ ৪জন, হরিণাকুন্ডুতে ফাসিতে ঝুলে ২জন পুরুষ ও ২জন মহিলা, অন্যভাবে আরো ১জন সহ ৫জন, কালীগঞ্জে ফাসিতে ঝুলে ১জন পুরুষ ও ১জন মহিলা, বিষপানে ১জন মহিলাসহ ৩জন, কোটচাদপুরে ফাসিতে ঝুলে ১জন মহিলা, মহেশপুরে ফাসিতে ঝুলে ১জন পুরুষ ও ৩জন মহিলা,বিষ পানে ১জন পুরুষসহ ৫জন। এছাড়াও নভেম্বর মাসে ১৫জন নারী ও ১১ পুরুষ, ডিসেম্বর মাসে ১৭জন নারী ও ১১জন পুরুষ। এর মধ্যে ডিসেম্বর মাসে সদর উপজেলায় ১১জন আত্মহত্যা করে। দ্বিতীয় স্থানে ছিল কালীগঞ্জে। এখানে আত্মহত্যা করে ৮জন। জানুয়ারী মাসে ফাসিতে ঝুলে ৪জন পুরুষ, ৯জন মহিলা, বিষপানে ৫জন পুুরুষ ও ২জন মহিলা, অন্য ভাবে ৬জন পুরুষ ও ৩জন মহিলাসহ ২৯জন আত্মহত্যা করেছে।
পুলিশ, হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি সংস্থা সুত্রে আরো জানা যায়, ঝিনাইদহের ৬টি উপজেলয় ২০১০ সালে আত্মহত্যা করেছে ৩৮০জন, আর চেষ্টা করেছে ২১০৯জন, ২০১১ সালে আত্মহত্যা করেছে ৩০৯জন,চেষ্টা করেছে ২৮৪৯জন, ২০১২ সালে আত্মহত্যা করেছে ২৯৫জন, চেষ্টা করেছে ২৫৮৩জন, ২০১৩ সালে আত্মহত্যা করেছে ৩১১জন, চেষ্টা করেছে ২৬৩৯জন, ২০১৪ সালে আত্মহত্যা করেছে ৩০৩জন, চেষ্টা করেছে ২৪০৯জন, ২০১৫ সালে আত্মহত্যা করেছে ৩৬৩জন আর চেষ্টা করেছে ২৬০০জন এবং ২০১৬ সালে আরো ২৬৩ জন আত্মহত্যা করেছে।
ঝিনাইদহে আত্মহত্যা বন্ধ নিয়ে গবেষণা ও আত্মহত্যা বন্ধ বিষয়ে কাজ করছে শোভা নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম জানান, ঝিনাইদহের মানুষ একটি আবেগপ্রবন। এখানকার মানুষ ঠুনকো কারনেই আত্মহত্যা করে। নারী নির্যাতন, পারিবারিক কলহ, সংসারে অশান্তি, অসুস্থ্যতা, বাবা-মায়ের উপর অভিমান, প্রেম ঘটিত ব্যাপার, কৃষকের ঘরে কীটনাশকের সহজ লভ্যতা ও তুচ্ছ ঘটনায় আবেগ প্রবণ হয়ে এ জেলার মানুষ হরহামেশাই আত্মহত্যার পথ বেছে নেয়। তিনি আরো জানান, তারা আত্মহত্যা বন্ধ করার জন্য বিভিন্ন গ্রামে সভা সেমিনার, উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।