এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক চোরাকারবারীকে আটক করেছে ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
মঙ্গলবার (১৪ মার্চ) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির কোম্পানি কমান্ডার ও টহল দলের মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ যৌথ অভিযানে ৭৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
বিজিবির এক কর্মকর্তা জানান, জব্দকৃত ফেন্সিডিলের বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা।
অন্যদিকে, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নাগর নদীর পাশ থেকে সীমান্তে মাদক ও চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে রফিকুল ইসলাম (৩০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
মঙ্গলবার ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তুষার বিন ইউনুস।