হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সরকারি বেতন দান করে দেবার পরিকল্পনা করছেন।
প্রেস সচিব শন স্পাইসার জানিয়েছেন, এ বছরের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাঁর বেতন দান করে দেবেন।
নির্বাচনী প্রচারণার সময় মি: ট্রাম্প বলেছিলেন প্রেসিডেন্ট হলে সরকারি চার লাখ ডলার বেতন নেবেন না তিনি।
তবে প্রেসিডেন্টের বেতন কোথায় দান করা হবে সেটি এখনো ঠিক হয়নি।
মি: স্পাইসার সাংবাদিকদের বলেছেন, মি: ট্রাম্প তাঁর সরকারি বেতন কোথায় দান করবেন সে বিষয়ে সাংবাদিকদের পরামর্শ বা সাহায্য পেলে তিনি খুশি হবেন তিনি।
মার্কিন প্রেসিডেন্টের বার্ষিক বেতন চার লাখ ডলার। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, আইন মেনে তাকে হয়তো এক ডলার নিতে হবে।
সুত্রঃ বিবিসি বাংলা