পুলিশ সুপারের সংবাদ সম্মেলন গাজীপুরে জামায়াত-শিবিরের সন্দেহে আটক-৪১, চার প্রেস জব্দ

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

 

gazipur sibir-2

স্টাফ করেসপন্ডেন্ট

গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : ৩১ ডিসেম্বরকে সামনে রেখে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রিয় সম্মেলন ২০১৪ এর চাঁদা আদায়ের দুই লাখ রশিদ বই সহ জামায়াত-শিবির কর্মী সন্দেহে ৪১জনকে আটক করেছে পুলিশ। এসময় চারটি প্রেস জব্দ করে মালিকদেরকেও আটক করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে পুলিশ ‍সুপার ওই তথ্য জানান।

বৃহসপতিবার বিকাল সাড়ে ৫টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর-রশীদ পিপিএম(বার) ওই তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, চলতি বছরের ৩১ ডিসেম্বর ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনকে সামনে রেখে দেশব্যাপী তহবিল সংগ্রহ করার প্রস্তুতি হিসেবে প্রচার প্রচারণা চালানোর সংবাদ পেয়ে অভিযান করার হয়। অভিযানকালে চার টি প্রেস জব্দ করা হয়েছে। ওই সকল প্রেস থেকে ছাত্র শিবিরের কেন্দ্রিয় সভাপতি মুহাম্মদ আবদুল জব্বার স্বাক্ষরিত সরকার বিরোধী কয়েক হাজার লিফলেট, চাঁদা আদায়ের দুই লাখ রশিদ বই, কম্পউটার সহ নানা জিনিসপত্র জব্দ করা হয়েছে। চারটি প্রেস থেকে ১৭ জন সহ সারা জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৪১জনকে আটক করা হয়। এরা সকলেই জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

পুলিশ সুপার আরো বলেন, জামায়াতের কেন্দ্রিয় নেতাদের মুক্তির জন্য দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটানোর প্রস্তুতি কালে এদের আটক করা হয়।
সম্মেলনে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহসপতিবার বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৪টার পযর্ন্ত গাজীপুর শহরের শিববাড়িও জয়দেবপুর বাজার এলাকালায় চারটি প্রেসে অভিযান চালায় পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শহরের শিববাড়ি এলাকায় ন্যাশন প্রেস, ন্যাশন ডেকোরেটর, জয়দেবপুর বাজার এলাকায় বিবাড়িয়া প্রেস, রব আট প্রেস ও ন্যাশনাল প্রেস নামের চারটি প্রতিষ্ঠান জব্দ করা হয়। এসময় চারটি প্রেসের মালিক কর্মচারী সহ ১৭জনকে জামায়াত শিবির সন্দেহে আটক করে পুলিশ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *