লালমনিরহাটে সিলেটের অপহৃত শিশু উদ্ধার

Slider রংপুর সামাজিক যোগাযোগ সঙ্গী

17270464_640008409518404_2077837095_n

 

 

 

 

 এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ,   সিলেট মহানগরীর কানিশাইল এলাকা থেকে অপহরণের ৪ দিন পর শিশু নিয়ামত ইসলাম রিফাত (৫) কে গতকাল রোববার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হাজিপাড়া গ্রামের এক বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতেই পৃথক অভিযানে অপহরণচক্রের মূল হোতা লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হাজিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে স্বাধীন মিয়া (২৭) ও একই উপজেলার কুলাঘাট গ্রামের আনারুল ইসলামের ছেলে মিন্টু মিয়া (২৫) কে গ্রেপ্তার করেছেন লালমনিরহাট সদর পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, গত (১০মার্চ) শুক্রবার সিলেট নগরীর কোতোয়ালী থানার কানিশাইল এলাকা থেকে শিশু রিফাতকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি রিফাতের বাবা নেছার আহমেদ (৪১) কোতোয়ালী থানায় সাধারন ডায়েরি করেন।পরে পুলিশ প্রযুক্তির সহায়তা মাধ্যমে লালমনিরহাট সদর উপজেলা খুনিয়াগাছ এলাকায় অভিযান চালিয়ে একবাড়ি থেকে শিশু রিফাত কে উদ্ধার করেন। এরপর পৃথক অভিযান চালিয়ে অপহরণচক্রের মূল হোতা দুই যুবক কে গ্রেপ্তার করেন। পরে লালমনিরহাট থানা পুলিশ সিলেটের কোতোয়ালী থানা পুলিশের উপস্থিতিতে শিশুটিকে তার বাবা ও স্বজনদের নিকট ফেরত দেয়। শিশুটির বাবা নেছার আহমেদ জানান, শিশুটি বাড়ির পাশে খেলছিল। তাকে অপহরনকারীরা তুলে নিয়ে যায়। পরে অপহরনকারীরা মুক্তিপণ ৪ লাখ টাকা চায় অন্যথায় রিফাতকে হত্যার হুমকি দেয়। ছেলেকে বাচাঁতে কয়েক দফায় ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে তাদের দিয়েছি এবং বাকি টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। পরে বিষয়টি কোতোয়ালী থানা পুলিশকে জানাই এবং ঐ থানায় মামলা দায়ের করি। এরপর পুলিশে সহযোগিতায় আজ তাকে ফিরে পেয়ে আমি আমার পরিবার ও স্বজনরা সবাই খুব খুশি। লালমনিরহাট সদর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, শিশু অপহরনের ঘটনায় অভিযান চালিয়ে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হাজিপাড়া এলাকার এক বাড়ি থেকে শিশুকে উদ্ধার ও অপহরণচক্রের মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে।তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *