অনেকের সঙ্গেই রাত কাটানোর খবর পাওয়া যায় তার। তবে কারো সঙ্গেই স্থায়ী হওয়ার লক্ষণ দেখা যায় না। তবুও রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এক সন্তানের পিতা। ৭ বছর বয়সী ওই ছেলে দেখতেও ঠিক তার মতো। কে তার গর্ভধারিনী তা জানা যায়নি আজও। ছেলেটি বড় হচ্ছে দাদীর কাছে। নতুন খবর হলো ৩২ বছর বয়সী পর্তুগিজ এ স্ট্রাইকার ফের পিতা হতে যাচ্ছেন এবং একজন নয়, জমজ সন্তান আসছে তার। বিষয়টি পুরোপুরি গোপনই। তবে বিশ্বস্ত সূত্রের খবর: সারোগেসি (অন্য নারীর গর্ভ ভাড়া নিয়ে সন্তান জন্ম দান) পদ্ধতিতে বংশ বিস্তার করছেন রোনালদো। জানা গেছে, এবারের গর্ভধারিনী আমেরিকান এবং তার গর্ভে বেড়ে উঠছে রোনালদোর জোড়া সন্তান। ইংল্যান্ডের ট্যাবলয়েড পত্রিকা দ্য সান-কে সূত্র জানায়, রোনালদো ও তার পরিবার অধীর হয়ে আছেন নতুন অতিথিদের বরণ করে নিতে। তবে এ বিষয়ে কথা বলতে তারা মুখে তালা দিয়ে আছেন। পরিবারের ঘনিষ্ঠ ওই সূত্র জানায়, শিগগিরই ওই জোড়া সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। মাতৃহীন অবস্থায় সন্তান লালন নিয়ে রোনালদো এর আগে এক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, আমার জন্য এটা সমস্যা নয়। আমি বলতে চাই, এ বিশ্বে অনেক শিশুরই মা নেই।