দায়িত্বে অবহেলাকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: মেয়র

Slider ঢাকা সামাজিক যোগাযোগ সঙ্গী

57263_khokon

 

 

 

 

রাজধানীর মগবাজার-মৌচাক-মালিবাগ এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারে গত রাতে মালিবাগ রেলগেইট এলাকায় গার্ডার ভেঙ্গে পড়ে হতাহতের ঘটনায় দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। একই সঙ্গে হতাহতদের ক্ষতিপূরণের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানান তিনি। আজ দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়ে খোকন বলেন, ইতিমধ্যে এলজিইডি’র প্রকৌশলীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য তাদের বলা হয়েছে। প্রতিবেদন সাপেক্ষে এ ঘটনায় দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কোন ছাড় দেয়া হবেনা। প্রসঙ্গত, গত রাত সোয়া দুইটার দিকে মালিবাগ রেলগেইট এলাকায় নির্মাণাধীন মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে পড়ে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়। আহত হন আরও দুইজন। এর আগে গত মাসের শেষ সপ্তাহে একই এলাকায় গভীর রাতে গার্ডার তুলতে গিয়ে ক্রেন ভেঙ্গে পড়ে। তবে ওই দিনের দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। রেললাইনের ওপর গার্ডার ভেঙ্গে পড়ায় রেল চলাচল ব্যহত হয়। তিন ঘণ্টার চেষ্টায় গার্ডারের একটি অংশ কেটে সরিয়ে নেওয়ার পর আজ ভোর সোয়া ৬টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *